নোয়াখালী জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বলেছেন, আজকের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আন্দোলনের প্রাথমিক পর্যায়। আগামীতে খালেদা জিয়ার মুক্তি, এ দেশকে রাহু মুক্ত করার জন্য ও শেখ হাসিনার পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, গত ১৪ বছর আমরা ধৈর্যধারণ করেছি, শেখ হাসিনা মনে করেছেন এ দল শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার শেষ করার ক্ষমতা নেই। আজ জাতীয় গুম দিবস। এ সরকার বিএনপির ৬শত নেতাকর্মীকে গুম করেছে, ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নেতাকর্মীরা আদালতের বারান্দায় প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। তাদের পিতা-মাতা, ভাই-বোনদের আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। সরকার ১৪ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করেছে। কুইক রেন্টাল বিদ্যুৎ ক্রয়ের নামে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্ণীতি করেছে। এ টাকাগুলো কোথায় গেল। এ টাকা বেগম পাড়া, সুইস ব্যাংক, অস্ট্রেলিয়া ও আমেরিকার ব্যাংকে জমা রেখেছে। অথচ বাংলাদেশের ব্যাংক গুলো খালি। তিনি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী তেল, দ্রব্য মূল্যের উর্ধŸগতি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারী মুজিব কলেজ গেইট সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল কবির চৌধুরী আবেদ, ফোরকানে আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা বেলায়েত হোসেন স্বপন, আবদুল মতিন তোতা, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।