শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

১৫ আগস্ট, ১৭ আগস্ট এবং একুশ আগস্টের হত্যাকান্ড ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৮ সহস্রাধীক নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ বলেছেন, প্রধনমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে বিএনপি জামায়াত জোটের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকান্ড, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে লামা উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লামা পৌর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুসা ফারুকি, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইভি রহমান সহ ১৫,১৭ ও ২১ আগস্টে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেইসাথে ১৫,১৭,ও ২১ আগস্ট একই সুতোয় গাঁথা মর্মে শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, সকল প্রকার অপশক্তি রুখে দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com