শনিবার, ২৯ জুন ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

চা শ্রমিকদের নতুন মজুরী কার্যকর হবে আগামী সপ্তাহে

মৌলভীবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

চা শ্রমিকদের নতুন মজুরী কার্যকর হবে আগামী সপ্তাহে। আন্দোলনের পর আজ বিকেলে তারা গত সপ্তাহের পাওনা ১২০ টাকা এবং আন্দোলন পরবর্তী প্রথম তলব (মজুরী) নিবেন। এ অবস্থায় বাগান কর্তৃপক্ষ ৫ সপ্তাহের ক্রেডিটে১ হাজার টাকা অগ্রীম দিবেন। বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী জানান- রবি থেকে শনিবার পর্যন্ত ৭ দিনের মজুরি দেয়া হয় প্রতি বুধবারে। তবে, এ ৭ দিনে কর্মবিরতি থাকায় কোন কাজ হয়নি। শুধুমাত্র ছুটির দিনের মজুরি পাবেন শ্রমিকরা। তবে তাদের জীবন নির্বাহের স্বার্থে প্রত্যেক বাগানেই তাদের চাহিদা অনুযায়ী অগ্রীম টাকা দেয়া হবে। তিনি জানান- বাগানগুলোর পঞ্চায়েত প্রধানদের সাথে আলোচনা করে কোন বাগানে ১ হাজার, কোন বাগানে ৮ শত, কোন বাগানে ৬ শত টাকা করে অগ্রীম দেয়া হবে- যা পরবর্তী তলব (সাপ্তাহিক প্রেমেন্ট) থেকে ২ শত টাকা করে কেটে রাখা হবে। এ ব্যাপারে ফিনলে টি এর সিইও ও বাংলাদেশীয় চা সংসদের সিনিয়র সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান- শ্রমিকদের অগ্রীম মজুরি দেয়া হচ্ছে এ সপ্তাহে। সাথে রেশনও দেয়া হবে। ইতিমধ্যেই প্রত্যেক চা বাগান ব্যবস্থাপনা পরিষদকে তা জানিয়ে দেয়া হয়েছে। তিনি জানান- কাজ না করলে রেশনও দেয়ার নিয়ম নেই। কিন্তু, আমরা ভর্তুকিতে গত সপ্তাহের পুরো রেশন শ্রমিকদেরকে দেয়ার জন্য সব বাগানে বলে দেয়া হয়েছে। ইতিমধ্যে রেশনের আটা সংগ্রহ করা হয়েছে। এ ব্যপারে শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানের মঞ্জু তন্তবাই জানান- বাগানে তার একার কাজ। পরিবারে ৪ সন্তান, বৃদ্ধ মা ও স্ত্রী মিলিয়ে ৭ জন পোষ্য। তিনি বাগানে ড্রেন খনন ও স্প্রে দেয়ার কাজ করনে। এ কাজ করে অতিরিক্ত আয় করার সুযোগ কম। যে টাকা তিনি সাপ্তাহিক মজুরিতে পান তা দিয়ে এমনিতেই তার চলা কষ্টকর। তার উপর আগামী ৫ সপ্তাহ ক্রেডিটের ১ হাজার টাকা কাটবে। এটি সামাল দেয়া তার জন্য কষ্টসাধ্য হবে। এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান- পঞ্চায়েত প্রধানরা কর্মবিরতিকালীন মজুরি পাওয়ার জন্য মৌখিকভাবে আবেদন করেছেন মালিক পক্ষের কাছে। আগামী চুক্তির বেঠকে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে বিবেচনার জন্য বাংলাদেশীয় চা সংসদকে অনুরোধ করা হবে। প্রধানমন্ত্রী গত শনিবার ঘোষনা দেয়ার পরদিন রবিবার থেকে শ্রমিকরা ১৭০ টাকা করে মজুরী পাবেন- যা দেয়া হবে আগামী বুববার থেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com