শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে। কার কতটুকু জনপ্রিয়তা আছে তা দেখা যাবে। জনগণ কার সাথে আছে আবারো প্রমাণিত হবে।’ গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন আন্দোলন করতে করতে মির্জা ফখরুল সাহেব গলা শুকিয়ে ফেলছেন। কিন্তু মরা নদীতে জোয়ার আসে না। জোয়ার কি আসবে কখনো? নেতাকর্মীর আন্দোলন দিয়ে ইতিহাসে সরকার হটানো যায় না। এখনো আপনাদের সাথে নেতাকর্মীর বাইরে জনগণ যোগদান করেনি। কোন মুখে বলেন ফয়সালা হবে। হবে, হবে, ফয়সালা হবে। ফয়সালা হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে।’ তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিতে একটা সঙ্কটময় অবস্থা চলছে। সারা বিশ্বই অস্থিরতার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সরকার প্রধান যিনি বলেছেন আমাদের মানুষ কষ্টে আছে। তার মানে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরও এখানে আন্দোলনের হাঁক ডাক শোনা যায়। ওবায়দুল কাদের বলেন, যখনই আইনমন্ত্রী বললেন কমিশন হবে, সাথে সাথেই বলে কী জিয়াউর রহমান হত্যার কমিশন হবে। এ কমিশন ক্ষমতায় গেলে হবে, কবে? ক্ষমতায় যখন ছিলেন তখন কেন করলেন না? আমার প্রশ্নের জবাবে ফখরুল সব সময় নিরুত্তর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com