মানিকগঞ্জের সাটুরিয়ায় ঠিকাদারের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম ও মিথ্যা মামলায় ইউপি সদস্যকে হয়রানীর অভিযোগে এলাকাবাসির প্রতিবাদ ও মানববন্ধন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা এলাকায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন স্থানীয়রা। অনুষ্ঠানে বিএডিসি‘র নির্মানাধীন ব্রীজে ঠিকাদারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী আঃ হাই, ইউপি সদস্য সহ নারী সদস্যবৃন্দ। বিক্ষুব্ধ হাজারো এলাকাবাসি ইউপি সদস্য হারুনর রশিদকে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদ জানান। এসময় তারা বলেন অবিলম্বে হারুন মেম্বার কে নিঃশর্ত মুক্তি ও ব্রীজ নির্মানে ঠিকাদারের দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা। উল্লেখ্য, উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা এলাকায় প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি‘র) ব্রীজ নির্মান কাজ করছেন ঠিকাদার রাজিবুল ইসলাম। সরকারী এ নির্মান কাজে সীমিত ভাবে নি¤œ মানের রড ব্যবহার, নি¤œ মানের সিমেন্ট বালু ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানান ইউপি সদস্য হারুনুর রশিদ। এতে ক্ষিপ্ত হয়ে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ঠিকাদারের পক্ষে রাজিবুল ইসলাম। ওই মামলায় হারুনুর রশিদ মেম্বারকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ এবং পরে মেম্বার হারুনুর রশিদ কে মানিকগঞ্জ জেল হাজতে পাঠায়। ইউপি সদস্যকে গ্রেফতারের ঘটনায় ক্রমেই ফুসে উঠছে স্থানীয় ইউপি সদস?্যরা এবং এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে ত্রীব্র প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন করেন হাজারো জনতা। এ বিষয়ে বরাইদ ইউপি চেয়ারম্যান গাজী আঃ হাই বলেন, ব্রীজের নির্মান কাজে নি¤œ মানের মালামাল ব?্যবহার করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ঐ কাজে বাধা দেয়ার কারনে জনপ্রিয় মেম্বার হারুনুর রশিদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সবাই এর প্রতিবাদ জানায় এবং উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আর্কষণ করছি।