লামা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৭ বছর পর জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় সাবেক বিলছড়ি এলাকায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন শেষে সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আক্তার হোসেনকে সভাপতি ও মোঃ সফর আলীকে সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাইনুদ্দীনকে ১নং সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও সহ- সভাপতি পদে মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, ছাথুই মং মার্মা, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও যুগ্ন সাধারণ সম্পাদ পদে তৌহিদুর রহমান, ২নং সাংগঠনিক সম্পাদক পদে অংক্যাহলা মার্মাকে মনোনীত করা হয়। রাত ৭ ঘটিকার দিকে সম্মেলনের উদ্বোধন করেন লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। লামা পৌর ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সুমন মাহমুদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)বাসু পালিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শত বাধার মুখেও পদ্মা সেতু হয়ে গেছে। দেশের উন্নয়ন বিএনপি দেখতে পান না। দলকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বক্তারা।