শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

লামায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

লামা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৭ বছর পর জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় সাবেক বিলছড়ি এলাকায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন শেষে সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আক্তার হোসেনকে সভাপতি ও মোঃ সফর আলীকে সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাইনুদ্দীনকে ১নং সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও সহ- সভাপতি পদে মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, ছাথুই মং মার্মা, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও যুগ্ন সাধারণ সম্পাদ পদে তৌহিদুর রহমান, ২নং সাংগঠনিক সম্পাদক পদে অংক্যাহলা মার্মাকে মনোনীত করা হয়। রাত ৭ ঘটিকার দিকে সম্মেলনের উদ্বোধন করেন লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। লামা পৌর ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সুমন মাহমুদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)বাসু পালিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শত বাধার মুখেও পদ্মা সেতু হয়ে গেছে। দেশের উন্নয়ন বিএনপি দেখতে পান না। দলকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com