সোমবার, ১৭ জুন ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

রৌমারীতে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

হাসপাতালের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ এবং পরবর্তী করনীয় সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুর দেড়টার সময় রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ আসাদুজ্জামানের অফিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উন্নয়নের ৯ টি ট্রিপসের উপর বাস্তবায়নের চেষ্টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রিপসগুলো মেডিকেল সুপার ভিশনসহ কোভিড-১৯ মোকাবেলা করা, টিকাদান কার্যক্রম পরিচালনা সফলভাবে সম্পন্ন করে জেলায় ৩য় অবস্থান অর্জন, বন্ধ ইসিজি কার্যক্রম চালুকরণ, বন্ধ আল্ট্রসনোগ্রাম কার্যক্রম চালুকরণ, পড়ে থাকা জেনারেটর সংযোগসহ চালুকরণ, একাধীক আইপিএস ও সোলার স্থাপন করা, প্যাথলজী ও ইসিজি টেকনিশিয়ান নৈশ প্রহরী দিয়ে কাজ চালানো, দীর্ঘদিন বন্ধ থাকা অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ওটি চালু করার চেষ্টা চালানো হচ্ছে ও হাসপাতালে আউড ডোর ইনডোরে রোগী থাকা অবস্থায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ ভেতরে বিচরণ নিয়ন্ত্রন করা। ডাক্তার আসাদুজ্জামান তার লিখিত বক্তব্যে আরো বলেন, অল্প সময়ের দায়িত্বকালে আপনাদের পরামর্শ, মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় হাসপাতালের সেবার মান বাড়াতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। তবে হাসপাতালের ভেতরের ২ থেকে ৩ জন আমার কর্মচারী ও বাহিরের কিছু সার্থান্বেসী ব্যক্তির ব্যাক্তিগত সার্থ ক্ষুন্ন হওয়ায় কিছু অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের কাছে সর্বাত্মক সহযোগীতা কামনা করছি। ২ থেকে ৩ জন কর্মচারী ও বাহিরের স্বার্থান্বেসী ব্যক্তির ব্যক্তিগত সার্র্থ ক্ষুন্ন ও অপ্রচার চালাচ্ছে তারা কারা সাংবাদিকরা তাদের নাম জানতে চাইলে পাশ কাটিয়ে জান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com