বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

রাজধানীতে কোনও অবৈধ বিলবোর্ড থাকবে না: মেয়র আতিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীতে কোনও অবৈধ বিলবোর্ড থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘এই শহর সবার। সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনও অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেবো না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করবো।’
বুধবার (২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এসময় মেয়র বলেন, ‘কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে। এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করবো। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই, কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com