বান্দরবান জেলার লামায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে ২ উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর)লামা পৌরসভার আলহাজ্ব মোঃ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার কালের কন্ঠ লামা প্রতিনিধি তানফিজুর রহমান এর সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট তুলেদেন। লামা প্রেসক্লারের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালুদ্দিন।এসময় প্রশিক্ষনার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হাসান ও গাজী টিভি প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন প্রমূখ। তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সাংবাদিকতার ফিচার ধারণা, ফিচার ধরন ও প্রকরন,ফিচার লেখার কৌশল,সাক্ষাৎকার গ্রহনের কৌশল,সহ বিভিন্ন প্রয়োজনীয় কুটিনাটি বিষয় সর্ম্পকে আলোচনা করেন পলাশ হাসান,বার্তা সম্পাদক ৭১ টেলিভিশন। এসময় প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন সহ সাংবাদিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পকে ধারনাদেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এর আগে সোমবার দ্বিতীয় দিনের প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিকদের রিপোর্টিং এর বিভিন্ন ধরন ও প্রকরন,অনুসন্ধানী প্রতিবেদন ও গভীরতর প্রতিবেদনের মধ্যে প্রার্থক্য,অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল,অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশ প্রেক্ষাপট,অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যের উৎস তৈরির কলাকৌশল সর্ম্পকে আলোচনা করেন একুশে টেলিভিশন এর উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল। কর্মশালায় লামা-আলীকদম উপজেলার ৩৫ জন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধির প্রশিক্ষন শেষে সমাপনি দিনে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট তুলেদেন প্রধান অতিথি।