বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

ঢাকায় আসছেন নোবেল বিজয়ী ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ঢাকা লিট ফেস্টের দশম আসর ৫-৮ জানুয়ারি
করোনা মহামারির কারণে টানা তিন বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের জানুয়ারিতে বসতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আসর। আগামী ৫-৮ জানুয়ারি শিল্প-সাহিত্যের অন্যতম জনপ্রিয় এই আসরে নোবেল বিজয়ী তুর্কি লেখক ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহসহ দেশবিদেশের ২০০ বক্তা অংশ নেবেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এবারের আসরের সম্ভাব্য ২৫ বক্তার নামের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। চার দিনের এই আয়োজনে বৈচিত্র্যময় আলোচনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা লিট ফেস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয় ২০১১ সালে। ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কাজী আনিস আহমেদের পরিচালনায় এ উৎসব হয়ে আসছে। কল্পকাহিনি বা গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, কবিতা ও অনুবাদ, বিজ্ঞান ও গণিত, ধর্ম ও দর্শন-সবই এই উৎসবের আলোচনার বিষয়বস্তু।
সবার জন্য উন্মুক্ত থাকায় প্রতি বছরই লিট ফেস্টে ব্যাপক জনসমাগম হয়। সর্বশেষ ২০১৯ সালে নবম লিট ফেস্ট অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণের কারণে গেল তিন বছর এই আয়োজন বন্ধ ছিল। নোবেল পুরস্কার বিজয়ী দুই জন লেখক ছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার বিজয়ী বক্তারা দশম সংস্করণের এবারের আয়োজনে যোগ দেবেন। যাদের মধ্যে পুলিৎজার, ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আঁগা খান অ্যাওয়ার্ড ও অন্য পুরস্কার বিজয়ীরাও থাকছেন। পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি উৎসবের দুই সপ্তাহ আগে জানিয়ে দেয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
২০২৩ সালের লিট ফেস্টের সম্ভাব্য ২০০ বক্তার মধ্যে ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহ ছাড়াও প্রথম ২৫ জনের তালিকায় রয়েছেন নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট, আনিসুল হক, মাসরুর আরেফিন, জয়া আহসান, কামাল নাসের চৌধুরী, জাফর ইকবাল ও মারিনা তাবাসসুম।
ঢাকা লিট ফেস্টের সহ-পরিচালক সাদাফ সায্ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণে থাকছেন চমকপ্রদ সব বক্তা। ঢাকায় প্রথমবারের মতো একসঙ্গে, একই সময়ে দুই জন নোবেল পুরস্কার বিজয়ী লেখক উপস্থিত থাকছেন। বই পড়া ও সাহিত্যের প্রতি ভালোবাসার চার দিনের এই মনোমুগ্ধকর আয়োজনে বিস্তৃত সব বিষয়ে আমরা আলোচনা করবো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেই সঙ্গে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, লাইভ মিউজিক এবং শিল্পকলার অন্যান্য অনুষ্ঠানও। ’
দীর্ঘ ৯ বছরের এই আয়োজনে ৫০টি দেশ থেকে চার শতাধিক ব্যক্তিত্ব এ পর্যন্ত অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী কথাসাহিত্যিক ভি এস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস, অস্কার বিজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন, পুলিৎজার বিজয়ী লেখক বিজয় শেষাদ্রি, অ্যাডোনিস, বিক্রম শেঠ, তারিক আলী, আহদাফ সোয়েফ, উইলিয়াম ডালরিম্পাল, নয়নতারা সেগেল, টিল্ডা সুইন্টন, শশী থারুর, শোভা দে, নন্দিতা দাস, বিজয় শেষাদ্রি ও মোহাম্মাদ হানিফের মতো অসংখ্য রথী-মহারথী লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এই আয়োজনে আরও অংশ নিয়েছেন বাংলা সাহিত্যের অগ্রজ সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, দেবেশ রায়, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com