শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ জন গ্রেপ্তার

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় ২৪ টি স্বর্ণের বারসহ ৫ জন পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছেন কাস্টমস। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টায় হিলি চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান। আটককৃতরা, মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান। গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজন আটক করা হয়। তাদের দেহ তল্লাসী করে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও ৩ জনের দেহ তল্লাসী করে ১৪ টি স্বর্ণের বার উদ্ধা করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪ শ গ্রাম। যার আনুমানিক মুল্য ১ কোটি ৬৮ লাখ কোটি টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com