শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

ডিমলা উপজেলায় ডায়ালগ মিটিং

জাহাঙ্গীর রেজা ডিমলা (নীলফামারী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নীলফামারীর ডিমলা উপজেলা পর্যায়ে প্রশাসন ও উপকারভোগীর অংশ গ্রহণে প্রান্তিক গোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের কলাকৌশল, জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে অভিযোজন কৌশল অবলম্বন, জবাবদিহিতা, সমাজে মাদকদ্রব্য নির্মূলে সিদ্ধান্ত প্রক্রিয়া জোরদার করার লক্ষে ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০-অক্টোবর) সকালে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, পল্লীশ্রী’র মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন। উপজেলা পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সমন্বয়কারী বেগম নূর-নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা সমন্বয়কারী মকিম চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com