শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

পটিয়ায় মরা খাল পরিদর্শনে পাউবো’র মহা পরিচালক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

পটিয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মরা খাল পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা।পটিয়া পৌরসভার মরা খাল সহ আরো বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ফজলুর রশিদ। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত মহা পরিচালক (পূর্ব) মাহাবুবুর রহমান,দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চট্রগ্রাম নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পটিয়া পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, কাউন্সিলর গোফরান রানা, জসিম উদ্দিন, সরওয়ার কামাল রাজীব, পৌর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার প্রমুখ।এ প্রসঙ্গে পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে হুইপ সামশুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সুপারিশে পটিয়া পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হাজীর খাল,বাঁকখালী খাল, সুচক্রদন্ডী ও গোবিন্দারখীল এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত মরা খাল পূনঃখনন,পলি অপসারণ কাজ বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও প্রায় ৭৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অচিরেই পানি উন্নয়ন বোর্ড উক্ত কাজ বাস্তবায়ন করবে বলে জানান পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com