শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় প্রথম বারের মতো শিক্ষক দিবস-২০২২ উদযাপন হয়েছে।গজারিয়ায় শিক্ষক দিবস ২০২২ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১ টায় গজারিয়া উপজেলা চত্বর ঘুরে র্যালী গজারিয়া সরকারি কলেজ হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া মাধ্যমিক শিক্ষা অঅফিসার মোঃ জাকির হোসেন,আরো উপস্থিত ছিলেন গজারিয়া কলিমউল্লাহ কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী মোফাজ্জল হক, সহযোগী অধ্যাপক গজারিয়া সরকারী কলেজ, ড. পরিতোষ মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, গজারিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন কামাল হোসন, আবুল খায়ের, নুরুল ইসলাম, সৈয়দ আহমেদ, কাউয়ুম মাথা ভাংগা মহিলা মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলীম গজারিয়া বেতেনীয়া মাদ্রাসায় অধ্যক্ষ,মাওলানা মুক্তার হোসেন, এ ছাড়া গজারিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের শিক্ষক দিবসে সকল শিক্ষকদের সম্মানের সাথে বিনম্র শ্রদ্ধায় জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড আর এই মেরুদন্ড গড়ার কারিগর শিক্ষক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের কে সম্মান প্রদর্শন করার জন্য আজকে সারা দেশে এক সাথে শিক্ষক দিবস পালিত করার নির্দেশ দিয়েছেন। সমাজে একমাত্র শিক্ষকদে সর্বশ্রেষ্ঠ আসন।আমরা চাই শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর হক।