কক্সবাজারের চকরিয়া উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জায়গা অবৈধভাবে বনভূমি দখল করে হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় আবু সালেহ নামের এক ব্যক্তির নেতৃত্বে বাড়ি ও মুরগির খামার নির্মাণের বিষয়ে দৈনিক খবরপত্র পত্রিকায় সংবাদ প্রকাশের ২দিন পর অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে সেসব স্থাপনা। জানা যায়, ২৬ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে দশটায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা মোঃ আজহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হারবাং ও আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের সকল বনকর্মীসহ ভিসিএফ এবং সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, অভিযান পরিচালনা করার সময় বনভূমি দখলবাজদের হামলার শিকার হওয়ার আশংকা থাকায় প্রথমে আমরা চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার ও হারবাং পুলিশ ফাঁড়িকে অবহিত করি। পরে রেঞ্জার ও আমি সহ বিটের সদস্য এবং ভিসিএফ ও সিপিজি সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিই। এ বিষয়ে বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারী আবু সালেহের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।