সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

২৮ অক্টোবর ২০০৬’র হত্যাকারীদের বিচার দাবিতে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিগত ২৮ অক্টোবর ২০০৬ সালে জামায়াত-শিবিরসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যাকারীদের বিচার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্যে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ২৪ অক্টোবর সোমবার। মানবাধিকার সংগঠন ‘জাস্টিক ফর ভিকটিম’ এর উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল আহমেদ জিলানী ও সহ-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লিমনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার ইউকে’র নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। প্রধান বক্তা ছিলেন আব্দুল্লাহ আল মুনিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট ইউকে’র সাধারন সম্পাদক মুঃ সাইফুর রহমান পারভেজ, অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল অরগানাইজেশনের সাধারন সম্পাদক মোঃ বুরহান উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর। উপস্থিত ছিলেন আহমেদ আলী, জাস্টিক ফর ভিকটিম ইউকের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল ছাড়াও বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশীরা। এতে বক্তারা অনতিবিলম্বে ২৮ অক্টোবর ২০০৬ সালে নিহতদের হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের গ্রেফতারপূর্বক বিচার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান। এছাড়াও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী’র নির্শত মুক্তির দাবি জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com