আজ ১লা নভেম্বর ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে নতুন রুপে সেজেছে এই ব্যাটালিয়ন। দুপুরে আয়োজন করা হয়েছে প্রীতিভোজের। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর মৌজার ২৪.৯৩ একর জমি নিয়ে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১লা নভেম্বর। তৎকালীন বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ ৫৮ বিজিবির শুভ উদ্বোধনী পতাকা উত্তোলন করেন। ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ জানান, আজ ৫৮ বিজিবির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ব্যাটালিয়ন সদরে কেক কাটা, আলোচনাসভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই ব্যাটালিয়নের অধিনে ১৯ বিওপি ক্যাম্প ১০৪.৫ কি.মি. সীমান্ত রয়েছে। তিনি আরো বলেন, গত ১ অক্টোবর ২০২১ হতে ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৭ কেজি ১১৬.৯০৯গ্রাম স্বণসর্হ ৭জন আসামীকে আটক করেছে যার মূল্য ১৮ কোটি ২১ লক্ষ ২১ হাজার ৮শ ৪৯ টাকা। মাদক অভিযান করে ৭৩জন আসামীসহ প্রায় ৪ কোটি ২০লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করতে সক্ষম হয়। এছাড়া অবৈধ পারাপারকালে ৪৯জন দালাল, ২২জন ভারতীয় নাগরিক এবং ১৯৩০জন বাংলাদেশী নাগরিককে আটক করে আদালতে সোপর্দ করেছে। সীমান্ত এলাকায় ১০০জন দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা এবং একাধিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে ৭৬০জনকে চিকিৎসা সেবা দিয়েছে।