বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান নেপাল জুলাই-আগস্ট গণহত্যা: আমু, কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের শাসকগোষ্ঠী দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না : নাহিদ ইসলাম মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী শীতকালীন সবজি চাষে ব্যস্ত লালমনিরহাটের কৃষকরা নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ ২১শে আগস্ট মামলার ফরমায়েশি তদন্ত করে পুরস্কার পেয়েছিলেন কাহ্‌হার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বেড়েছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

পার্বত্য জেলা বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা আরো বেড়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বান্দরবান-রাঙ্গামাটি-মিয়াননমার সীমান্তজুড়ে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
গত ২৩ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। যা ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ ছিল। পরে এটি বর্ধিত করে করে ৪ নভেম্বর পর্যন্ত করা হয়। এবার আবার সময় বাড়িয়ে এই নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দেওয়া জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম এ চারটি উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দীর্ঘ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় বান্দরবানের পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ছে। লোকসানের মুখে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞার ফলে জেলা শহরের কাছে নীলাচল মেঘলা প্রান্তিক লেক ও চিম্বুক পাহাড়ের নীলগিরি ছাড়া অন্য কোনো জায়গায় পর্যটকরা ভ্রমনে যেতে পারছেন না। ফলে বাকি এলাকার পর্যটন সংশ্লিষ্টরা লোকসানে পড়েছেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্ত-সংলগ্ন রাইক্ষ্যংসহ বান্দরবানের রোয়াংছড়ি ও রুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে উগ্রবাদী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান চলছে। এই অভিযানে সাত উগ্রবাদীসহ নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির তিন সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ আটক করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com