শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম ::

ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

রিয়াদুল ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর বর্ববোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে নীলফামারী জলঢাকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর এহচান হামিদুল হক চানু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কবির চৌধুরী ও ডোমার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন আতাউল বারী আপেল। বক্তারা ইউএনও’ ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, একজন ইউএনও জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। তাঁর ওপর যদি এ ধরনের নৃশংস হামলা চালানো হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। প্রশাসনের সবচেয়ে নিরাপদ স্থানে এই হামলা চালানো হয়েছে। এটি সুপরিকল্পিত। কেন এভাবে ইউএনওর ওপর হামলা চালানো হলো, তার সঠিক তদন্ত করে অপরাধীকে দৃষ্টান্তম‚লক শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ইউএনওর ওপর এমন হামলা এটাই প্রথম। তাই এমন একটি নিষ্ঠুর ঘটনার দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com