বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
নানা রঙের ফুলে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে পাল্টে যাচ্ছে মেলান্দহের মাহমুদপুরের চিত্র জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত একজন ওসমানীতে ভর্তি বরিশাল সদর ও বাখেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন আজ আজ কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ রাষ্ট্রিয় মর্যাদায় সৈয়দ বিল্লাল হোসেনের দাফন সম্পন্ন নান্দাইলের কৃতিসন্তান কবি আবদুল হান্নানের শ্রেষ্ঠত্ব অর্জন শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

দেশে দ্রুত বাড়ছে প্রবীণের সংখ্যা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশে দ্রুত বাড়ছে প্রবীণের সংখ্যা। এটি একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এর ফলে আস্তে আস্তে স্বাস্থ্যসেবা, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক নিরাপত্তার মতো ইস্যুতে বৃদ্ধি পাচ্ছে চ্যালেঞ্জ। এ কথা বলেছেন বয়স্ক মানুষদের সব রকম মানবাধিকার উপভোগ বিষয়ক জাতিসংঘের নিরপেক্ষ বিশেষজ্ঞ ক্লাইডিয়া মাহলার। এ ইস্যুটির মূল্যায়ন করতে তিনি ৭ নভেম্বর থেকে ১৭ই নভেম্বর বাংলাদেশ সফর করছেন। তিনি বলেছেন, ২০১৯ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে এক কোটি ৩০ লাখ মানুষ আছেন, যাদের বয়স ৬০ বছরের ওপরে। তারা মোট জনসংখ্যার শতকরা ৮ ভাগ। এসব দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে বয়স্ক ব্যক্তি ও পিতামাতার রক্ষণাবেক্ষণ আইন, ২০১৩। ক্লাউডিয়া মাহলার বলেন, এই নীতি ও আইনের বাস্তবায়ন সম্পর্কে আমি আরও জানতে চাই। এ খবর দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস।
তাদের সাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, বয়সভিত্তিক বৈষম্য ও প্রবীণ, প্রবীণ ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতন, তাদের জীবনধারণের অবস্থা, বাসস্থানের ব্যবস্থা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুবিধা, শ্রমশক্তি-প্রকাশ্য ও রাজনৈতিক ক্ষেত্রে অর্থপূর্ণ অংশগ্রহণের বিষয়গুলো মূল্যায়ন করবেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ।
জলবায়ু পরিবর্তন এবং জোরপূর্বক উচ্ছেদ সংক্রান্ত জরুরি অবস্থা সহ বিশেষ মানবাধিকারের বিষয়গুলোও তিনি ফোকাস করবেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন। এ সময়ে ঢাকা রংপুর এবং চট্টগ্রামে সরকারের প্রতিনিধি, জাতিসংঘের উপস্থিতি, নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে প্রবীণ ব্যক্তি, শিক্ষাবিদ এবং প্রবীণদের সঙ্গে তিনি আলোচনা করবেন। তার সফরের শেষে ১৭ই নভেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এ সময়ে তার প্রাথমিক পর্যবেক্ষণ শেয়ার করবেন। মিডিয়া ও সাংবাদিকদের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত রাখা হবে। এ বিষয়ে তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে মানবাধিকার কাউন্সিলের কান্ট্রি রিপোর্টে তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com