শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জ ডিবির অভিযানে বিদেশী নাইন এমএম পিস্তলসহ মাদক উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এ যাবৎকালের সবচেয বড় সফল অভিযানে ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগজিন, ০৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ সহ ০৪ জনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে এই সমস্ত মালামাল উদ্ধার করা হয়। এই ব্যাপারে মুন্সীগঞ্জের সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায একটি আলাদা আলাদা মোট চারটি মামলা রুজু করা হয়েছে। এযাবৎতকালের মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সবচাইতে বড উদ্ধার বলে জানা যায় ডিবি ্ওসির মোজাম্মেল হক এর মাধ্যমে। ডিবি পুলিশের একটি টিম এসআই সালাম,এসআই রেজাউল এসআই ফয়সাল এএস আই মাসুদ রানার নেতৃত্বে সন্ধ্যা ০৬.২০ মিনিটের সময মুন্সীগঞ্জের সদর থানাধীন আটপাডা সাকিনস্থ জাহাঙ্গীরের বাড়ীর পাশে রাস্তার ওপর থেকে ১/ মোঃ পলাশ বেপারী(৩৩) পিতা নূর হোসেন বেপারী সাং বজ্রযোগিনী ধামদপুহিত পাডা থানা মুন্সীগঞ্জজেলা মুন্সীগঞ্জ এবং ২/মোঃ পলাশ সেখ(৩৫), পিতা আব্দুস সালাম শেখ গ্রাম সোনারং দেউলবাডী,থানা টঙ্গীবাডী দের ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আসামিরা বেশ কযকেজন মাদক বিক্রেতার নাম প্রকাশ করে ইতিপূর্বে বিভিন্ন আসামিদের প্রকাশিত নামের মধ্যে থেকে ধৃত আসামিদের তথ্যমতে রাত ২২.২৫ ঘটিকার সময মুন্সিগঞ্জের ডিবি পুলিশ এসআই সালাম এসআই রেজাউল এর নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব দেওসার গ্রামের ধলাগাও বাজারের উত্তর মাথায আখী সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৩/ মোঃ সোহেল মোল্লা(৩১) পিতা আব্দুস সালাম মোল্লা সাং পশ্চিমদেওসার থানা ও জেলা মুন্সিগঞ্জকে (৪০০) চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এই ব্যাপারে মুন্সীগঞ্জে থানায পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সিরাজদিখান থানার মালখানগর সাকিস্থ মালখানগর চৌরাস্তায ঋত্বিক সেলুনের সামনে অভিযান পরিচালনা করে এসআই সালাম এসআই রেজাউল ও এসআই মাসুদ ৪/মোঃ রুবেল শেখ(৩২), পিতা সানাউল্লাহ শেখ গ্রাম দক্ষিণ মালবদিয়া পোস্ট অফিস মধ্য পাডা থানাঃ সিরাজদিখান জেলাঃ মুন্সিগঞ্জকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এই ব্যাপারে আসামি রুবেলের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে চতুর্থ অভিযানে পূর্বের মামলায় ধৃত পলাশ বেপারীর স্বীকারোক্তি মোতাবেক তার দেওয়া তথ্যমতে পলাশ বেপারী নিজের বাড়ির বসতঘরের সোবার খাটের বিছনারনিচ থেকে একটি কালো ব্যাগ এর মধ্য থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ০৩ রাউন্ড কার্তুজ, ০৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালিম্যাগজিন আটক করে। এই নিয়ে মুন্সীগঞ্জে ডিবি পুলিশ সন্ধ্যা থেকে রাত্র ১টা ১৫ মিনিটের পর্যন্ত সর্বমোট চারটা অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জে থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটিসহ মোট চারটি মামলা রুজু করেন। মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক (মামুন ) সংবাদ মাধ্যমকে জানান, কোন অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাত থেকে ফস্কে যাওযার কথা চিন্তাও করতে পারবে না। আমরা দল-মত নির্বিশেষে যাহারাই অপরাধী তাদেরকে অপরাধীর বিবেচনায় এনে অভিযান পরিচালনা করিয়া আইনের আ্ওতায় আনবো। মুন্সিগঞ্জ ডিবি পুলিশের সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের কর্ণধার আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম। মুন্সীগঞ্জের ডিবি পুলিশের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়। আমরা আমাদের কাজ শতভাগ সততার সাথে কাজ করে যাবো যদিও কিছু বাধা থাকে বলে জানান ডিবি ওসি মোজাম্মেল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com