চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেনর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় মেম্বার আনোয়ারের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার ওয়ার্ডে পশ্চিম পদুয়া কুতুবের পাড়া মৃত সিরাজুল ইসলামের স্ত্রী খাদিজাতুল খোবরর ছেলে আব্দুল্লাহ আল সায়মুন আমার নিজস্ব ও ওয়ার্ডের বিভিন্ন প্রজেক্টের কাজ দেখাশুনা করতো, তা সুবাধে পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে, উক্ত সর্ম্পককে কেন্দ্র করে খাদিজাতুল খোবরা বিভিন্ন সময় নানা অজুহাতে টাকা ধার নিয়ে আবার ফেরত দিত, এইভাবে বিশ্বাস জমিয়ে বিভিন্ন তারিখে নগদ ও গৃহ সামগ্রীর জিনিসপত্র ক্রয় বাবদ এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমার কাছ থেকে গ্রহণ করে। বিগত ২৫/০৭/ ২০ উক্ত টাকা ফেরত দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে আমি উক্ত টাকার তাগিদ দেওয়াতে খাদিজাতুল খোবরা ও তার ছেলের আমাকে প্রাণে মেরে লাশ গুম করে পলবে, বিভিন্ন নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। তাদের এমন কর্মকান্ডে আমি বিগত ১২/০৮/২০ তারিখে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি, মামলা নং সিআর ১৭৩। লিখিত বক্তব্যে ইউপি সদস্য আনোয়ার হোসেন আরো বলেন, আমি পদুয়া,ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আমার এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইয়াবা ব্যবসা ও দূর্নীতি, অনিয়মের মুক্ত করার উদ্যোগ গ্রহণ করি ও পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন গং এর সাথে আমার পরিবারিক মৌরশী সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের মামলা নং ৬৩/ ২০১৯। এইসব কারণে আমার দায়েরকৃত মামলা ভিন্ন খাতে প্রবাহিত ও আমাকে হেয়প্রতিপন্ন এবং আসন্ন ইউপি নির্বাচনে আমার আংশগ্রহন রুখে দেওয়ার জন্য চেয়ারম্যান জহির উদ্দিন উল্লেখিত খাদিজাতুল খোবরা ও আবদুল্লাহ আল সাইমন এর সাথে মিলে আমার বিরুদ্ধে গত ২৬/০৮/২০ তরিখে কিছু জ্ঞাত/ অজ্ঞাত ফেসবুক আইডি থেকে বিভিন্ন মানহানি মূলক পোষ্ট করে আমার চরিত্র নিয়ে কটুক্তি করে। তার আমার বিরুদ্ধে অশ্লীল ছবি নেওয়া, শ্লীলতাহানি, মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো জগন্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ তুলেছে তার সাথে আমি মোটেও জড়িত নয়। তাদের এমন কর্মকান্ডের বিরুদ্ধে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানীর মামলা করি, মামলা নং, ২০১/ ২০২০। সংবাদ সম্মেলন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল জব্বার ফিরোজ, সেক্রেটারি তাজ উদ্দীন ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।