শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

যোগদানের পর জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র ভিসির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

যোগদান করেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে তিনি যোগদান পত্রে স্বাক্ষর করেন। দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো ঃ শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্ট্যাডিজের ডিন শেখ আশিকুররহমান প্রিন্স, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ^বিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিঃ এসএম এস্কান্দার আলী, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com