সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করলেন তার পরিবার, স্বজন, নুহাশপল্লীর স্টাফ ও ভক্তপাঠক। গতকাল রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের স্মরণে কেক কাটা হয়। আগের দিন রাতে লেখকের সমাধিতে ১০৭৪টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্তপাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার শান্তি কামনা করে প্রার্থণা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়। এ সময় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলে এবং ভক্তরা উপস্থিত ছিলেন। হুমায়ূন আহমেদের দর্শন নিয়ে শুদ্ধতম চর্চা হোক এমনটা প্রত্যাশা করেন লেখকের পরিবার। ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন বলে জানান ভক্তরা।
বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। পরে তাকে নুহাশ পল্লী লিচু তলায় কবর দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com