ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি’র সিনিয়র যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ এর স্মরণে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের কার্যালয়ে সভাপতি মাহফিজুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি এম হিরু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম আকাশ, সহ-সাধারণ সম্পাদক কোরবান আলী সোহেল, কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফরহাদ রহমান খোকন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য মতিয়ার রহমান, ও এফ এম মোরশেদ উল আলম, সদস্য মোকলেছুর রহমান সওদাগর, আবু কাওছার, সুবীর চক্রবর্তী ছোটন প্রমূখ। সভায় আবদুস শহিদ এর শূন্যতা কখনও পূরণ হবে না উল্লেখ করে বক্তারা বলেন, তিনি সাংবাদিক বান্ধব একজন নেতা ছিলেন। সাংবাদিকদের কল্যাণে সবসময় কাজ করে গেছেন। দেশের মফস্বল ইউনিট গুলোর জন্য তাঁর প্রাণ কাঁদতো। সবসময় তিনি মফস্বলের সাংবাদিকদের উন্নয়নে চিন্তা ভাবনা বিনিময় করতেন। বিশেষ করে তিনি মফস্বলের সাংবাদিকদের ফোন রিসিভ করে সমস্যাগুলো শুনতেন ও তা সমাধানে তৎপর থাকতেন। সহকর্মীদের সহযোগিতার মধ্য দিয়ে তিনি আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি আজীবন সকলের হৃদয়ের স্মৃতিতে আমাদের মাঝে থাকবেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এছাড়াও সভায় সময় টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানিয়ে, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।