বৃদ্ধ পিতা ও স্ত্রীর চিকিৎসা চালাতে দিশেহারা হয়ে পড়েছে অটোচালক নওশের আলী। একটি মাত্র অটোবাইক চালিয়ে ৬ সদস্যের পরিবারের ভরন-পোষন সহ যাবতীয় খরচ এবং চিকিৎসা ব্যয় যোগাড় করতে পারছেনা সে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা না হওয়ায় ক্যান্সার আক্রান্ত বৃদ্ধপিতা ও স্ত্রী নুরজাহানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। আক্রান্ত দুজন রোগীর ঔষধ ও থেরাপীতে প্রতিমাসে ৩০ হাজার টাকা প্রয়োজন হয়। সহায় সম্বল যতটুকু ছিল তা চিকিৎসায় শেষ হয়ে গেছে। নিরুপায় নওশের পিতা ও স্ত্রীর চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মৃত জহুর মামুনের ছেলে নুর ইসলাম একজন দিন মজুর। মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৩ বছর আগে। সহায় সম্বলহীন নুর ইসলামের সামান্য ভিটেমাটি টুকুও বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। একমাত্র ছেলে নওশের অটো চালিয়ে প্রায় ৩ বছর হতে পিতার চিকিৎসা চালিয়ে আসছে খুব কষ্ট করে। এ অবস্থায় নওশের আলীর স্ত্রী নুরজাহানও আক্রান্ত হন বেষ্ট ক্যান্সারে। দিশেহারা হয়ে পড়েন নওশের। বাবা ও স্ত্রীর চিকিৎসায় সহাল সম্বল যা ছিল বিক্রি করে নিস্ব হয়ে যায়। এদিকে বারতে থাকে চিকিৎসা ব্যায়ও। স্ত্রীর অপারেশন করা হয় দুবার। পরিবার পরিচালনা. বাবা ও স্ত্রীর থেরাপীসহ প্রতিমাসে প্রায় পয়ত্রিশ হাজার টাকার প্রয়োজন হয়। বাবা ও স্ত্রীর চিকিৎসায় বিভিন্ন এজিও হতে নওশেরের লোন হয়েছে কয়েক লক্ষ টাকা। নিস্ব হয়ে নওশের নিরুপায় হয়ে পড়েছে। অটো চালিয়ে জীবীকা নির্বাহ বাবা ও স্ত্রীর চিকিৎসার টাকা যোগাড় করতে পারছেনা সে। এদিকে নিয়মিত চিকিৎসা না পাওয়ায় আক্রান্ত নুর ইসলাম ও নুরজাহানের অবস্থার অবনতি হচ্ছে। কথা বলতে হাউমাউ করে কেদে নওশের বলেন, আমি অটো চালিয়ে কোন রকমে পরিবারের জীবীকা নির্বাহ করি। আমাদের কিছু নাই। সামান্য জমি ছিল তাও বাবা ও স্ত্রীর চিকিৎসায় শেষ হয়েছে। এখন আর চিকিৎসা করার কোন উপায় নাই। আমি আমার বাবা ও স্ত্রীর চিকিৎসার জন্য সকলের কাছে সাহাজ্য চাই। আমার বিকাশ নম্বর
মোঃ নওশের আলী
বিকাশ নং-০১৭৫৬-৪১২-২৭১