বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতির নোয়াখালী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২২ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ জন উপদেষ্টা ম-লী ও ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গত ১৯/১১/২২ ইং তারিখ উক্ত কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, মো: ইয়াছিন পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: নুর উদ্দিন। কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্য বৃন্দগণ নোয়াখালী জেলা প্রশাসক মোঃ দেওয়ান মাহবুবুর রহমানকে জেলা প্রশাসক অফিস কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।এই সময় বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, ভূমি প্রশাসনের কর্মচারীদের দীর্ঘদিনের পদবী পরিবর্তন, গ্রেড পরিবর্তন ও বেতন বৈষম্য দূরিকরনের আন্দোলনকে আরো শক্তিশালী রুপ দিয়ে সাধারণ কর্মচারীদের দাবি আদায়ে ভূমিকা রাখবে। বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতির নোয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির প্রতি সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, উক্ত কমিটির সদস্য বৃন্দ নিজ নিজ কর্মক্ষেত্রে সাধারণ জনগণকে আন্তরিকতার সাথে ভূমি সেবা প্রদান করবেন।