শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

আহমদ বাসির ছিলো ঐতিহ্যধারার তরুণ প্রতিনিধি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

আহমদ বাসির স্মরণ ও সাহিত্য আড্ডায় বক্তারা

সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আয়োজিত আহমদ বাসির স্মরণ ও সাহিত্য আড্ডায় গত ২৬ নভেম্বর ২০২২ নজরুল একাডেমির উমা কাজী মিলনায়তে অনুষ্ঠিত হয়। কথাসাহিত্যক নাসীমুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা কবি খান আখতার হোসেন এবং প্রধান আলোচক হিশেবে উপস্থিত ছিলেন কবিপতিœ শারমিন তোবা। কবি রবিউল মাশরাফী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আতিক হেলাল ও পঠিত লেখার আলোচক কবি আফসার নিজাম। অনুষ্ঠানে বক্তারা বলেন কবি আহমদ বাসির ছিলো দৃঢ়চেতা, ঐতিহ্য ধারার তরুণ প্রতিনিধি। তাঁর ব্যক্তি লিখনী ও প্রচারের মাধ্যম ছিলো শিল্প সংস্কৃতি। ঐতিহ্য ধারার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করাই ছিলো তার প্রধান মিশন। বক্তারা আরো বলেন এই মুহূর্তে কবি আহমদ বাসিরের রচনাবলী প্রকাশ করা হলে জাতি উপকৃত হবে। আমরা আশা করি তার সুহৃদরা এই কাজটি করবে। আহমদ বাসির সম্পর্কে আলোচনা শেষে লেখা পাঠ করেন নার্গিস আক্তার পপি, আবুল খায়ের নাঈমমুদ্দীন, সায়ীদ উসমান, শাহজাহান মোহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন, সাইফ সাদী, সৈয়দা উলফাত, সৈয়দ জিল্লুর রহমান, তাসরীন তাহমিনা প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com