রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

জামালপুরে হতদরিদ্র পরিবারের মাঝে এপির ছাগল বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

হতদরিদ্র পরিবারগুলোর জীবীকায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে শিশুর কল্যাণ নিশ্চিত করার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম এপির উদ্যোগে ১৪১টি পরিবারের মাঝে সোমবার ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা এবং সঞ্চালনা করেন মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপি ব্যবস্থাপক সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। জানা যায় এরিয়া প্রোগ্রামের আওতায় প্রতিটি পরিবারের মাঝে ৩টি করে ছাগল বিতরণ করা হয়। ১৪১টি পরিবারের মাঝে ৪২৩টি ছাগল বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। ছাগল পেয়ে পরিবারগুলো ভীষণ খুশি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন এই মহৎ কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন আপনারা ছাগল বিতরণের প্রাপ্ত প্রশিক্ষণ অনুযায়ী যদি ছাগল লালন পালন করতে পারেন তাহলে অবস্থা পরিবর্তনে বেশী সময় লাগবে না। আপনার শিশুকে স্কুলে পাঠানোর পাশাপাশি তার স্বাস্থ্য, ক্রীড়া ও বিনোদন কাজে সম্পৃক্ত করাবেন। তিনি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। অপরদিকে দুর্নীতির শিকড়সমেত উৎপাটনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খান। দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা। জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য আইনজীবী শামীম আরা, শিক্ষক মনোয়ারা খানম, আশরাফুজ্জামান স্বাধীন, অনামিকা সায়েদ, আরজু মিয়া, দিলশাদ বেগম শর্মী, দুদকের জামালপুর জজকোর্টের পিপি আইনজীবী লুৎফর রহমান রতন, শেরপুরের পিপি মোখলেছুর রহমান জীবন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদুক জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। আলোচকরা বলেন দুর্নীতির মহামারী প্রতিরোধ করতে হলে প্রচলিত আইনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক জাগরণ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নতুন মুক্তির যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com