শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় সংবর্ধনা

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যেগে বদলি জনিত কারণে অফিসার ইনচার্জ নুর হোসেন মামুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে জোরারগঞ্জ থানা প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কর্মকর্তা খাইরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আবদুল্লাহ। এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনায় বক্তারা, বিদায়ী অফিসার ইনচার্জ নুর হোসেন মামুনের বিগত ২৫ মাসের কর্মযজ্ঞের ভূয়সি প্রশংসা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল বলে বলেন তারা। আগামীতে যেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ ধারা অব্যাহত রেখে জনগণকে একটি সুশৃংখল সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারে সে প্রত্যাশা করেন বক্তারা। এই সময় নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহিদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। বিদায়ী সম্মাননা প্রদানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রাতের খাবার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com