চাইল্ড, নট ব্্রইড (সিএনবি) প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগীতায় এনআরকে টেলিখন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আরডিআরএস আয়োজিত, এবং জেন্ডার ট্রান্সফরমেটিভ ক্লাইমেট রেজিলিয়েন্স মাইক্রোফাইন্যান্স প্রকল্প অর্থায়নে ও কারিগরি সহযোগীতায় ক্রিশ্চিয়ান এইড, বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)র দুইটি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর মঙ্গলবার রৌমারী উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্যাহ আল মামুন আরডিআরএস সিএনবি প্রজেক্ট রৌমারী, সহকারী শিক্ষা কর্মকর্তা সাহেদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, জিইউকে উপজেলা সমন্বয়ক মনির হেসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিনহাজুল ইসলাম, বিভিন্ন ইউপি মেম্বারগণ, সমাজ সেবকসহ আরডিআরএস ও জিইউকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে সরকার বাল্য বিবাহ রোধ কল্পে বিভিন্ন এনজিও, সরকারি পর্যায়ে বিভিন্ন ভাবে অবহিত করন সভার মাধ্যমে সচেতনতা মূলক সভা সমাবেশ করে আসছে। এলাকার জনপ্রতিনিধি সচেতন মহলের মাধ্যমে এ বাল্য বিবাহ রোধ করতে মনোযোগী হতে হবে সকলকে। এলাকার বিভিন্ন স্পট করে সচেতনাতা মূলক সভার মাধ্যমে বুঝাতে হবে। যাতে বাল্য বিবাহ না দেয় তার পিতা মাতা।