কিশোরগঞ্জে ধর্মীয় সম্প্রতি ও সচেনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার (৭ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.টি.এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন। বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, মার্কাজ মসজিদের খতিব শোয়াইব বিন আব্দুর রউফ প্রমুখ।