শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::

কমলগঞ্জে বসতঘর পুড়ে ছাই হওয়া পরিবারকে নগদ টাকা ও ঢেউটিন প্রদান

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সি বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিক্রম কলস গ্রামের মো: হুসন আলীর বাড়ীর ৫ টি ঘর জ্বলে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই ছুটে যান ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার এবং তাদের শান্তনা দিয়ে পাশে দাঁড়ান। অসহায় দিনমজুর পরিবারের লোকদের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। গবাদি পশু, ধান, চাউল, মুল্যবান সামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। ১০ ডিসেম্বর শনিবার সকালে ঘটনাস্থল দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিপাত উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তাসহ স্থানীয় নেত্রী বৃন্দ। উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৩০, ০০০ টাকা প্রদান করা হয় এবং ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর নাহিদ আহমেদ তরফদারের পরিবারের পক্ষ থেকে ২৫০০০ টাকা মুল্যের টেউটিন ও নগদ ২০, ০০০ টাকা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার জানান, অসহায় দিনমজুর পরিবারের জন্য প্রবাসী ভাইবোন ও দানবীর লোকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com