রবিবার, ০২ জুন ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং শুক্রবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইমদাদ হোসাইন। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ এবং ফরিদপুরে বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রতি নগরকান্দা থানার চাঞ্চল্যকর এক ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্তে এ প্রেস ব্রিফিংয়ের  আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ  জানানো হয় গত ৪ ডিসেম্বর রাত আনুমানিক দশটার দিকে আমাদের কাছে  একজন ট্রাক ড্রাইভার একটি অভিযোগ নিয়ে আসে। অভিযোগটি ছিল এই যে, ঢাকা থেকে ২০০ বস্তা ফিড নিয়ে ৪ তারিখ ভোর ৬-৭ টার দিকে নগরকান্দা জয় বাংলার মোড় এ  আসে। সেখানে রাসেল নামে একজন ব্যবসায়ীর ?বস্তা মাল ছিল। সেটা তার নামিয়ে দেওয়ার কথা ছিল। বাকি মালামাল খুলনায় পৌঁছে দেবার কথা ছিল। রাসেল সন্ধ্যা পর্যন্ত গাড়িটি আটকে রেখে সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে মাল নামানোর জন্য গাড়িটি নিয়ে যায় পুরাপাড়া ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনে  নির্জন একটি জায়গায়। সেখানে পরিকল্পিতভাবে তাদের ১০/১২ জনের একটি গ্রুপ অন্য একটি ট্র্যাক নিয়ে দাঁড়িয়ে ছিল । পরবর্তীতে তারা ড্রাইভার এবং হেলপারকে ভয়-ভীতি প্রদর্শন করে এক জায়গায় রেখে মালামাল নিয়ে চলে যায়। এ সময় পুলিশের একটি দল তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ?/৩৯৭ ধারা একটি মামলা রুজু হয়। তদন্তে নামলে তারা জানতে পারে মালামাল আসলে পোল্ট্রি ফিডে ছিল না। এটা ছিল অবৈধ প্লাস্টিক এবং রাসেল নামে যে ব্যবসায়ীর ২০ বস্তা প্লাস্টিক ছিল ?তার নাম আসলে রকিবুল তালুকদার। এটি একটি সংঘবদ্ধ চক্র যারা অবৈধভাবে প্লাস্টিকের ব্যবসা করে আসছে। তথ্যপ্রযুক্তির  সহায়তায় অভিযান তৎপরতা  চালিয়ে রকিবুল ও তার দুই সহযোগী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ২১ বস্তা মালামাল উদ্ধার হয়েছে। বাকি আসামি  গ্রেফতার ও মালামাল উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিং এ  সাংবাদিকদের জানানো হয় ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com