শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

রমজানের আগে পণ্যের বাজারে সুখবর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

রমজানের আগে পণ্য বাজারে কোনো সুখবর নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি। তিনি বলেন, ‘আপাতত পণ্যের বাজারে সুখবর না থাকলেও রমজানে পরিস্থিতি স্বভাবিক করার চেষ্টা করবে বাণিজ্য মন্ত্রণালয়।’ মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ আট পণ্য বাকিতে আমদানির যে সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এতে ব্যবসায়ীরা কোন ধরনের ক্ষতির মুখে পড়বে না। বরঞ্চ অস্থির নিত্যপণ্যের বাজারে সহায়ক হিসাবে কাজ করবে।’ গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে টিপু মুনশি গনমাধ্যকর্মীদের এই সব কথা বলেন। দেশের রফতনিযোগ্য পণ্যে ডলারের দাম কম দেয়ার কারণ হিসেবে বলেন, ডলারের দামের ওপর সেটি নির্ভর করে, তবে বৈদেশিক মুদ্রা দেশে পাঠালে তার সঠিক মূল্য পাওয়া যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ডলারের যে দাম বেড়েছে আমাদের আমদানি আইটেমগুলোর ওপর তার প্রভাব পড়েছে। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি তার থেকে আমাদের দেশে কমই আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই সময়টা আমাদের একটু সাশ্রয়ী হওয়ার জন্য। বিদ্যুতের ব্যবহার যেন আমরা দেখে-শুনে করি। আমদানি-রফতানির যে পার্থক্য ছিল সেটি কিন্তু কমে এসেছে। আমরা এখন ভালো আছি। তিনি বলেন, ‘সয়াবিনের দাম কখনো কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে। গ্লোবাল সিচুয়েশন আরো দুই-তিনদিন যদি বাড়ে তখন হয়তো আমাদের এখানে বাড়বে। টিসিবির যে পণ্য এক কোটি পরিবারকে দেয়া হচ্ছে এটি কন্টিনিউ করা হবে। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এটি দেয়া হবে।’
এদিকে,দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল (১৪ ডিসেম্বর)। তবে এ দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে। এদিকে বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারা দেশে ডিসেম্বরের এ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এ বিক্রি কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলে জানিয়েছে টিসিবি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com