রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

পঞ্চগড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল শনিবার দুপুরে বিএনপির গণমিছিলের সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান। এদিকে ময়দানদীঘি ইউনিয়ন বিএনপি কর্মী মোঃ মতিউর রহমান বলেন, নিহত আব্দুর রশিদ আরেফিন আমার বাল্যবন্ধু, আমরা একসাথে বিএনপি করি। আমরা একসাথে গণমিছিল করতে এসেছিলাম। কিন্তু পুলিশ রাবার বুলেটে ছুঁড়লে গুলিবিদ্ধ হয় আরেফিন। তার মুখে টিয়ারশেল যায়। অফিসের প্রাচীর টপকাতে না পারায় পুলিশ তাকে বেধড়ক মারপিট করে। ওখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com