দিনাজপুর শহরের উত্তর পুলহাট আবাসিক এলাকায় পৌরসভার ৪ জন সার্ভেয়ার কর্তৃক দেয়া প্রতিবেদন উপেক্ষা করে এবং তাদের সিদ্ধান্ত অমান্য করে জমি জবর দখলের পায়তারা করছে প্রতিবেশি প্রতিপক্ষ মর্মে অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একেএম মাসুদুল ইসলাম ও এলাকার কাউন্সিলর মুরাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্র সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দিনাজপুর জেলা শাখার সভাপতি উত্তর পুলহাট আবাসিক এলাকার বাসিন্দা মৃত ছলিম উদ্দিন আহম্মেদের পুত্র মোঃ সাইফুল কাদির ও তার স্ত্রী সালমা’র নামে ৭০১ দাগে ১৭৮৭ জমি ক্রয় করে এবং ১০শতক জমি বিক্রি করেন। অবশিষ্ট ৭৮৭ দাগের জমিতে বাড়ি নির্মাণ করেন এবং কিছু ফাঁকা জমি রেখে বসবাস করে আসছেন। হঠাৎ ফাঁকা জায়গাটি প্রতিবেশি প্রতিপক্ষ ফারজানা রিমা জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত হলে প্রকৃত জমির মালিক মোঃ সাইফুল কাদির পৌরসভায় অভিযোগ করে। তারই প্রেক্ষিতে পৌরসভা থেকে ১৯ ডিসেম্বর উক্ত জমিতে আসেন এবং ৫ সার্ভেয়ার, স্থানীয় কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে তাদের কাগজপত্র দেখে এবং মাপ-যোগঅন্তে একটি প্রত্যয়নপত্র সাইফুল কাদিরকে প্রদান করে। উক্ত মাপ-যোগে উভয়ে পৌরসভার সিদ্ধান্ত মেনে নেবে বলে দুপক্ষ নিজ নিজ সহি সাক্ষর করে। কিন্তু প্রতিবেশি প্রতিপক্ষ ফারজানা রিমা উক্ত রায়কে উপেক্ষা করে জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মোঃ সাইফুল কাদির। এব্যাপারে প্রতিবাদ করতে গেলে সাইফুল কাদিরকে তারা মিথ্যা মামলার হুমকি প্রদান করে। বর্তমানে এব্যাপার নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।