ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যায়। গাড়ি চালকরা পড়ে যান ধান্ধে। এ অবস্থায় পদ্মা সেতুতে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে একের পর এক। দুর্ঘটনা এড়াতে বুহস্পতিবার সকাল থেকে কাজ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর উত্তর মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে প্রচুর। সূত্রে জানাযায়, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ঝাপসা হয়ে পড়ায় বৃহসম্পতিবার ভোর থেকে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ধির গতিতে। েেসতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। সকাল থেকে আরো যানঝট বেড়েই চলছে। সকাল ৯টা পর্যন্ত এভাবে থেমে থেমে অল্প সময়ের সেতু গাড়ি চালু রাখা হয়। ফলে সেতুর উত্তর পারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে সেতুর উভয় পার্ন্তে।