শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

সাতকানিয়ায় রিকশা চালক ইউছুফ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ৯নং ওয়ার্ডের ক্ষুর্দ্দ কেঁউচিয়া খন্দকার খীল আশ্রয়ণ প্রকল্প এলাকায় একদল কিশোর গ্যাং-এর হাতে নির্মমভাবে খুন হয়েছিল রিকশা চালক মুহাম্মদ ইউছুফ। ঘটনার চারদিন অতিবাহিত হলেও জড়িতদের আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তাই এ ঘটনায় জড়িত কিশোর গ্যাং নেতা শওকত সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকার শতশত জনতা। শুক্রবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ক্ষুর্দ্দ কেঁউচিয়া খন্দকার খীল আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মাওলানা নুরুল হক, সবুজ সওদাগর, বহদ্দার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সরওয়ার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, ঠাকুরদীঘি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ, বুলবুল সিকদার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হানিফুল ইসলাম রুবেল, মুহাম্মদ ইউছুফ, বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম, গোলাম কবির, হাজী নুরুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রিকশা চালক ইউসুছকে হত্যার ঘটনায় জড়িত কিশোর গ্যাং নেতা শওকত সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন বক্তারা। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এলাকার কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com