শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::

সাটুরিয়া ও ঘিরে ভার্চুয়ালে প্রধানমন্ত্রীর মডেল মসজিদের উদ্বোধন

এম এ রাজ্জাক (সাটুরিয়া) মানিকগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলায় বেলা বারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালে সংযুক্ত থেকে দুটি মডেল মসজিদের উদ্বোধন করেন। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা গত আট ফেব্রুয়ারী দুই হাজার পনের সালে। নিজস্ব অর্থায়নে মোট পাঁচশত চৌষট্টি টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দ্বিতীয় ধাপে সোমবার বেলা বারটার দিকে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। মানিকগঞ্জের দুই উপজেলা ঘিওর ও সাটুরিয়ার দুটি মডেল মসজিদ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি সহ নানা স্তরের শ্রেনী পেশার মানুষ। প্রায় বার কোটি খরচে নির্মিত প্রতিটি মডেল মসজিদের স্থাপত্য নকশায় উপজেলা পর্যায়ে তিন তলা বিশিষ্ট। মসজিদে নারী ও পুরুষের জন্য পৃথক অযু ও নামায আদায়ের সুবিধা। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং নিচতলায় গাড়ী পার্কিংয়ের সুবিধা। মসজিদে ইমাম প্রশিক্ষণ, হজ্ব যাত্রীদের নিবন্ধনের সুবিধাসহ ইসলামী গবেষণা কেন্দ্র ও ইসলামী লাইব্রেরী রয়েছে। হিফযখানা, প্রাক প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। পাশাাপাশি দেশী বিদেশী মেহমানদের জন্য অতিথিশালা বা আবাসনের সুবিধা, অটিজম কর্ণার ও ইসলামিক বই বিক্রয় কেন্দ্র মসজিদের আলাদা একট বৈশিষ্ট্য। আরও রয়েছে মৃতদের গোসল ও জানাযার নামাজের সুবিধা। স্থাপত্য শিল্পে অনন্য সুন্দর এই মসজিদ গুলো দেখতে আসছে উপজেলার বিভিন্ন এলাকার দর্শনার্থী ও মুসল্লিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com