বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

দেওয়ানগঞ্জে সীডস এর মাধ্যমে ব্যবসা সহায়তা উপকরণ বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সয়ম্ভরতা অর্জন ও বেকারত্ব দূরীকরণের লক্ষে উন্নয়ন সংঘ-সীডস কর্মসূচির মাধ্যমে কারীগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মাহাবুব হাসান, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচী মুর্শেদ ইকবাল, সীডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন প্রমুখ।প্রশিক্ষিত ব্যক্তিদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর জন্য বা স্ব স্ব ট্রেডে কাজ শুরু করার জন্য সীডস কর্মসূচির মাধ্যমে এদিন ৭৯ জনকে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক উপকরণ দেয়া হয়। এরমধ্যে কাঠমিস্ত্রী ১৮, কম্পিউটার অপারেটর ১, ইলেকট্রিক মিস্ত্রী ৪, ডেকোরেটরে ২, রাজমিস্ত্রী ১৮, সেলুন কাজে ৩, টাইলস কাজে ৩ এবং ওয়েলডিং মিস্ত্রী ৫ জনের মাঝে উপকরণ দেয়া হয়। এ উদ্যোেগের প্রতি সাধুবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন বলেন উন্নয়ন সংঘের এ ধরণের কার্যক্রমে শুধু এলাকার যুবকদের কর্মসংস্থানেরই সুযোগ সৃষ্টি হবে চলমান উন্নয়নে ভূমিকা রাখবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন সীডস কর্মসূচির এধরণের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বেকারত্ব নিরসনে এটা একটি সফল উদ্যোগ। সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস কর্মসূচি জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে।মানসম্মত শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com