শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::

মুন্সীগঞ্জে শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মুন্সীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ। শহর বিএনপির সদস্য সচিব এডঃ মাহাবুবুল আলম স্বপনের সঞ্চালনায় ও মুন্সীগঞ্জ শহর বিএনপি আহবায়ক সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানুর সভাপতিত্বে শহীদ জিয়ার ৮৭তম জন্মবাষিকী দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির’র আহবায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি আহবায়ক জিএস মনিরুজ্জামান, সাবেক ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রান, মুন্সীগঞ্জ সদর থানা ছাত্র দলের আহবায়ক মোঃ তাজুল ইসলাম , সাবেক জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, আধারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ দেলোয়ার সদর থানা বিএনপি নেতা নিজামউদ্দিন মেম্বার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মানিক, পৌরসভার ৯ নং ওয়ার্ড সহসভাপতি মোঃ মোবারক মোল্লাসহ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com