রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

জিয়াউল হক চৌধুরী বাবুলের সৌজন্যে মাওঃ শফিক আহমদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সৌজন্যে প্রখ্যাত ওয়ায়েজ আধুনগরের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিক আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা আদর্শ পাড়া শাহ আকতারিয়া জামে মসজিদ মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া লায়লা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাতকানিয়ার কৃতি সন্তান গোলাম ফেরদৌস রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল খালেক। ফাউন্ডেশনের সহ পরিচালক নাজিমুদ্দিনের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক ওসমান গনি, মুক্তার আহমেদ, মসজিদের পেশ ইমাম ফরিদুল আলম, মাওলানা শহিদুল ইসলাম ও নুরুল আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফাউন্ডেশনের এই শীতবস্ত্র বিতরণের আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ, এ প্রচন্ড শীতের মধ্যে এরকম আয়োজনে দেশের বিত্তবানদের শীতার্ত অসহায় গরিবদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com