শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::

নতুন রূপে পূর্ণিমা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করেছেন নন্দিত চিত্রনায়িকা পূর্ণিমা। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।
জানা গেছে, এরই মধ্যে পুরান ঢাকায় সিরিজটির শুটিং শুরু হয়েছে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এ ওয়েব সিরিজেই ডিবি পুলিশের চরিত্রে হাজির হচ্ছেন পূর্ণিমা। তা ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন। সিরিজটি নির্মিত হবে ছয় পর্বের। এর আগে ওয়েব সিরিজটির জন্য গত বছর ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি হয় অমির। অমি জানান, বর্তমানে নির্মিত বেশির ভাগ ওয়েব সিরিজ থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। তবে অমির নতুন কাজটি হবে ভরপুর বিনোদন। আর গল্পটি হবে ভিন্ন ধরনের। ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে হোটেল রিলাক্স। প্রসঙ্গত, ‘আহারে জীবন’ ছবির শুটিং দিয়ে গত বছরটি শেষ করেন পূর্ণিমা। আর নতুন বছর শুরু করেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি ১৪২৯’-এর শুটিংয়ের মধ্য দিয়ে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com