মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ভারতজুড়ে অধিকাংশ প্রেক্ষাগৃহ দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমা দিয়ে হাউজফুল হওয়ার কথা শোনা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার রেকর্ড গড়ছে কাশ্মীর। সেখানেও সিনেমা প্রেক্ষাগৃহের বাইরে ৩২ বছর পর ‘হাউজফুল বোর্ড’ ঝুলছে। সবাই বলছেন, ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম, তা হলো পাঠান’। পুরো ভারতে উন্মাদনা যাকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনা মহামারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তার হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা নজির গড়ছে এই সিনেমা। তবে এবার ৩২ বছর কাশ্মীরে সিনেমা হলের বাইরে হাউজফুল বোর্ড দেখা যাচ্ছে।
শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন ওই প্রেক্ষাগৃহের। তিন দশক পর সিনেমা হল খুলেছে কাশ্মীরে। তাতেই ‘পাঠান’ সিনেমার জয়জয়কার। দিনে প্রায় ১২-১৪টি শো হাউজফুল। এক কথায় উপত্যকায় এখন শুধুই শাহরুখ ম্যাজিক। ৩২ বছর পর প্রায় ইতিহাসের সাক্ষী হলো কাশ্মীর। আইনক্সের মালিক বিজয় ধর যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে ১৪টি শো প্রদর্শিত হয়েছে। ছবি মুক্তির দিন নাকি হলে জায়গা ছিল না। আসনসংখ্যা ছাড়িয়ে গেছে দর্শকদের ভিড়ে। বৃহস্পতিবার প্রায় ৫টা শো-ই হাউজফুল। তার কথায়, ‘প্রথমবার শাহরুখ খানের সিনেমা কাশ্মীরে, এও এক অভূতপূর্ব সাফল্য।’ প্রথমদিন ভারত ও এর বাইরের দেশ মিলিয়ে সিনেমাটি ১০৬ কোটি রুপির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে সেই নিরিখে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬০ লাখ রুপি। অর্থাৎ প্রথম দুদিন ‘পাঠান’ সারাবিশ্বে ২১৯ কোটি ৬০ লাখ রুপি ব্যবসা করেছে। সপ্তাহ শেষে এই সংখ্যা কোথায় দাঁড়ায়- এমনটাই এখন দেখার অপেক্ষায় শাহরুখ ভক্তরা। সূত্র: আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com