শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::

নেসলে বাংলাদেশ লি: সিবিএ নির্বাচনে ফারুক-মনিরুল পরিষদ বিজয়ী

ফরিদুল ইসলাম:
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

গাজীপুরের শ্রীপুরস্থ নেসলে বাংলাদেশ লি: ফ্যাক্টরীর সিবিএ নির্ধারণী নির্বাচনে নেসলে বাংলাদেশ লি: এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি: ঢাকা- ৫২৭১) ছাতা প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। গত শনিবার (২৮ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ সালের সিবিএ নেতা নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন (সভাপতি), মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক), মাহবুবুর রহমান মিলন (সাংগঠনিক), জাকির হোসেন (সহ সভাপতি), আলী হোসেন (যুগ্ম সাধারন সম্পাদক), রেজারুল করিম (অর্থ সম্পাদক), সিরিন আক্তার (কার্যকরি সদস্য), এনামুল হক চৌধুরী (প্রচার সম্পাদক), আব্দুর রহিম (দপ্তর সম্পাদক)। এ সময় এমপ্লয়ীজ ইউনিয়ন এর সভাপতি ফারুক হোসেন বলেন , আমরা কারখানার কর্ম পরিবেশ ঠিক রেখে মালিক পক্ষের সাথে যৌথ ধর কষাকষি করে শ্রমিকের স্বার্থ রক্ষায় কাজ করবো। এ সময় তিনি নেসলে বাংলাদেশ লি:এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি: ঢাকা- ৫২৭১) ছাতা প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেসলে বাংলাদেশ লি: শ্রীপুর,গাজীপুর ফ্যাক্টরীর (২০২৩-২০২৪) সালের সিবিএ নির্ধারনী নির্বাচন ২৮ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে নেসলে বাংলাদেশ লি: এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি: ঢাকা-৫২৭১) ছাতা প্রতীক ও নেস্লে এমপ্লইজ ইউনিয়ন (৫২৭০) চাকা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করে। এতে নেসলে বাংলাদেশ লি: এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি: ঢাকা-৫২৭১) ছাতা প্রতীকে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। গত শনিবার সকাল ১০ ঘটিকা হতে বিরতিহীন ভাবে বিকেল ০৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহনে ৫২৯ ভোটের মধ্যে ৫১৮টি ভোট পড়ে। বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাফেজ আহাম্মদ মজুমদার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। শ্রম অধিদপ্তর, নেস্লে কর্পোরেট, নেস্লে ফ্যাক্টরী, শ্রীপুর থানা পুলিশ প্রশাসন, শিল্প পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক আবু আশরিফ মাহমুদ, নেস্লে বাংলাদেশ লি: শ্রীপুর ফ্যাক্টরী ব্যবস্থাপক হাকিম আশরার আহাম্মেদ,মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার তানভীর ইয়ার চৌধুরী, কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যনেজার হাবিবুল হক, অ্যাফেয়ার্স ম্যনেজার দ্বীপ রাজ, মিডিয়া অ্যাফেয়ার্স ম্যনেজার তানজীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com