চট্রগ্রাম লোহাগাড়ার এক পুলিশ কর্মকর্তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার বিস্তর অভিযোগ উঠেছে। ২৯ জানুয়ারী রবিবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুদ্র পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্য পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র। পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ভিকটিম খোকন কান্তি রুদ্র সাংবাদিককে জানান, উপজেলার দক্ষিণ বড়হাতিয়া রুদ্রপাড়া, টুডা পুকুর পাড়ের দক্ষিণ পাশে পুলিশ কর্মকর্তার পরিবার পরিজন বসবাস করে আসছিল। ঘটনার রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় বিজয় রুদ্রের পুত্র সুমন রুদ্র, রাজীব রুদ্রের নেতৃত্বে অজ্ঞাত বখাটে সন্ত্রাসীর সিন্ডিকেট গ্যাং পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়ির লাগোয়া খড়ের গাদা আগুন ধরিয়ে দেয়। ভিকাটিমের পরিবারের সকলে ধোঁয়া উঠছে বুঝতে পেরে বাইরে গেলে দেখতে পায় যে, অভিযুক্ত সুমন রুদ্র খড়ের গাদার পাশ থেকে বের হচ্ছে। ভিকটিম পরিবার তাৎক্ষণিক তাকে আটক করলে, ওৎ পেতে থাকা রাজীব রুদ্র এসে হামলা করে সুমন রুদ্রকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম খোকন কান্তি রুদ্র লোহাগাড়া থানা অফিসার ইনচার্জকে জানালে তিনি চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। এসআই ফারুক আহমদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নই।