নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামবাসী নিজেদের অর্থায়নে নির্মিত সড়ক দিয়ে চলাচলে বাধা প্রদান করছে গ্রামের আব্দুর সাত্তারের লোকজন। এরেই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার গ্রামের নিজের অর্থায়নে নির্মিত সড়ক দিয়ে চলাচলের জন্য গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করে। জানা গেছে, জেলার নসিবপুর গ্রামবাসী চলাচলের জন্য পূর্বধলা- নেত্রকোনা সড়কের পাশের গ্রামের জায়গা দিয়ে চলাচলের জন্য নিজেরা টাকা দিয়ে গ্রামের আবদুস ছাত্তার, আবদুল হেকিমদের কাছ থেকে এক লাখ টাকার বিনিময়ে দুই শতাংশ জমি ক্রয় করেন। গ্রামবাসী নিজেরা উদ্যোগী সড়কও নির্মাণ করেন। গত ২৩ ডিসেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে জমির টাকাও পরিশোধ করেন। পরবর্তী সময়ে আবদুস ছাত্তার, আবদুল হেকিম ও তাদের লোকজন সড়কের মাটি কেটে ফেলেন এবং গ্রামবাসীকে চলাচলে বাধা প্রদান করেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও কোন সুরাহা হচ্ছে না। এ নিয়ে গ্রামবাসী সোমবার গ্রামের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন- ইউনিয়নের সাবেক মেম্বার মো. আবদুর রশিদ, ব্যবসায়ী মো. শাহীন মিয়া, কৃষক বকুল মিয়া প্রমুখ। মানববন্ধনকারীরা তাদের চলাচলের জন্য সড়কে বাধা না দেওয়ার দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।