নাটোরে-আইন মন্ত্রী আনিসুল হক এমপি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন,এই বার ও ব্রেঞ্চের মুখের দিকে অগনিত বিচার প্রার্থী তাকিয়ে আছে। তাদের ন্যায় বিচার দিতে হবে আমাদের। তাদের জন্য ন্যায় বিচার আনতে চাই তাহলে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এজন্য তিনি বলেন একই সংসারে দুই সন্তানের মধ্যে কোন বিভেদ থাকলেও তা ভুলে যেতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে নাটোর আদালত প্রাঙ্গনে প্রধান মন্ত্রীর অনুদানে নির্মিত নাটোর আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১এর সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সচিব গোলাম সারোয়ার, জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন, যুগ্ম সচিব গোলাম মাহবুব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। প্রধান মন্ত্রীর তহবিল থেকে অনুদান দেওয়া এক কোটি টাকা ব্যায়ে ভবনটি নির্মান করা হয়। এ সময় আইনমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান উপহার দেন। এর মাধ্যমে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম বৃক্ষ রোপন করেছিলেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে তাঁর যোগ্য কন্যা শেখ হাসিনা বিচার ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইনজীবীদের কল্যাণে বিশেষ বরাদ্দ প্রদান, বার ভবনের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে। তিনি কোভিড সংক্রমণকালীন শুরুতেই মাত্র সাতদিনে ভার্চুয়াল আদালত আইনের প্রবর্তন করেন। প্রবর্তিত ভার্চুয়াল আদালতে দেড় লক্ষাধিক মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল। ভার্চুয়াল আদালতে তিন লাখ ৫৯ হাজার ব্যক্তির জামিন মঞ্জুর হওয়ায় কারাগারগুলোর বন্দী ধারণ ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছিল। মন্ত্রী নতুন বার ভবনের লিফ্ট স্থাপনের জন্য ২০ লাখ টাকা এবং বঙ্গবন্ধু পাঠাগারের জন্য ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্মার্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠা করা হবে। এই লক্ষ্যে দুই হাজার ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশের মানুষকে মুক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে নাটোরে কর্মরত বিচারকবৃন্দের সাথে মতবিনিময় করেন।