শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

ভাষার আবেগ আবেগের ভাষা

মোস্তফা লুতফি মানফুলুতি
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) (মৃত্যু ৭৩ হি.) ছিলেন মদিনায় হিজরতের পর ভূমিষ্ঠ হওয়া প্রথম শিশু। তাঁর বাবা ছিলেন রাসুল (সা.)-এর প্রিয় সঙ্গী জুবাইর ইবনুল আওয়াম (রা.) এবং তাঁর মা ছিলেন আসমা বিনতে আবু বকর (রা.)। তাঁকে ইসলামের ইতিহাসে নবম খলিফা মনে করা হয়। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা.)-এর পর তাঁর পুত্র ইয়াজিদ মারা গেলে আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) মক্কাকে মুসলিম বিশ্বের রাজধানী এবং নিজেকে খলিফা ঘোষণা দেন। সেই সময় আমিরুল মুমিনিন আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.)-এর কাছে তাঁর ভাই ইরাকের আমির মুসআব ইবনে জুবাইর মৃত্যুর খবর পৌঁছায়। এমন মর্মান্তিক খবরে তিনি মিম্বরে উঠে বসেন। অতঃপর চুপ করে থাকেন। তাঁর চেহারা কখনো লাল কখনো হলুদ রূপ ধারণ করে। এ সময় পাশে বসা কুরাইশের এক লোক বলল, কী ব্যাপার, তিনি কথা বলছেন না কেন? আল্লাহর শপথ, তিনি তো খুবই বিচক্ষণ বক্তা! তখন আরেকজন বলল, হয়তো তিনি আরব জাতির সর্দারের হৃদয়বিদারক হত্যাকাণ্ডের কথা স্মরণ করছেন। এমন কঠিন সময়ে ভারাক্রান্ত হওয়া তাঁর জন্য অস্বাভাবিক নয়।
এদিকে মিসরের সাবেক প্রধানমন্ত্রী সাআদ জাগলুল পাশা (মৃত্যু : ১৯২৭) তাঁর ভাই ফাতহি পাশা জাগলুলের মৃত্যুতে আয়োজিত শোকসভায় অংশ নেন। তিনি আয়োজকদের ধন্যবাদ দিয়ে সংক্ষিপ্ত কথা বলার ইচ্ছা করেন। কিন্তু কান্নায় ভেঙে পড়েন। তাঁর মুখের আওয়াজ ভেঙে পড়ার উপক্রম হয়। অথচ সাআদ জাগলুল ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও স্থির প্রকৃতির লোক। জীবনে কখনো তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়েননি। জীবনের সব ক্ষেত্রে সুদৃঢ় থাকা একজন বিচক্ষণ বাগ্মী বক্তাও প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। বিভিন্ন সংকটময় পরিস্থিতিতেও অশ্রুসিক্ত হয়ে পড়েন মহানায়করা। প্রিয়জনদের হারিয়ে ভারাক্রান্ত মনে তারা দায়িত্ব পালনে অবহেলা করেনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য বক্তা ও কবিরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেন। তাঁদের কাব্যিক ও আলংকারিক ভাষা শ্রোতাদের অন্তরে প্রবলভাবে রেখাপাত করে। অবশ্য সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাআদ পাশা মনের দুঃখাগাথা তাদের মতো করে প্রকাশ করতে পারেননি। তখন তাঁর দুচোখ বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে। কিন্তু তাঁর উষ্ণ অশ্রুর প্রভাব এতই বেশি ছিল যে উপস্থিত শ্রোতারা তাঁর বক্তব্য না শুনলেও ছোট-বড় সবাই কান্নায় ভেঙে পড়ে। অনুষ্ঠানস্থলে তৈরি হয় অভূতপূর্ব আবেগময় দৃশ্য। সাধারণত এমন দৃশ্য কোনো শোকসভায় দেখা যায় না। মূলত মানুষের মনে ক্ষত-বিক্ষত অন্তরের সংক্ষিপ্ত নীরব ভাষণ যে প্রভাব তৈরি করে অনেক সময় তা প-িতদের নাতিদীর্ঘ বক্তব্যও তৈরি করতে ব্যর্থ হয়। দীর্ঘ দিনের প্রিয় বন্ধু বা বিশিষ্টজনকে হারিয়ে যিনি কান্না করেন তিনি তো নিজ অঙ্গকে হারানো ব্যক্তির মতো কান্না করবে না। লেখক: ‘নাজরাত’ থেকে অনুবাদ করেন মুহাম্মাদ হেদায়াতুল্লাহ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com